এবার সাইকেল চালালেই জামাকাপড় পরিষ্কার
কলকাতা টাইমস :
ওয়ার্কআউট করতে করতেই যদি কোনো নিত্যপ্রয়োজনীয় কাজ সেরে ফেলা যায়, তাহলে মন্দ হয় না। এবার তারই ব্যবস্থা করলেন একদল গবেষক। সাইক্লিং করতে করতে পরিষ্কার করতে পারবেন আপনার জামা-কাপড়। তাও আবার কোনো ইলেক্ট্রিসিটি ছাড়াই। চীনের ডালিয়ান ন্যাশনালিটিস ইউনিভার্সিটিতে এই যন্ত্র আবিস্কার করেছে গবেষকরা।
এই মেশিনের নাম দেয়া হয়েছে ‘স্পিন সাইকেল’। এতে বাঁচবে সময়, হবে শরীরচর্চা আর অবশ্যই বাঁচবে ইলেকট্রিক বিল। আসলে এটা একটা বাইক। যার সামনের চাকা খুলে সেই জায়গায় বসিয়ে দেয়া হয়েছে লন্ড্রি ড্রাম। ফলে প্যাডাল করলেই জামাকাপড় পরিষ্কার হয়ে যাবে। প্যাডেল করলে উৎপন্ন হবে এনার্জি। প্রয়োজনের অতিরিক্ত এনার্জি উৎপন্ন হলে সেই এনার্জি বাঁচিয়ে রাখা যাবে পরে ব্যবহার করার জন্য। সেই হিসেবটাও দেখা যাবে ডিসপ্লে স্ক্রিনে।
তবে এই ড্রামে কোনো পানির পাইপ লাগানো থাকবে নাকি পানি ঢেলে দিতে হবে সেই ড্রামে, সে বিষয়ে তেমন কিছু জানা যায়নি।