November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

মৃতদেহের জামাকাপড় খুলে লেবেল সেটে দোকানে ! মহামারী আইনে মামলা 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

মৃতদেহের শরীর থেকে কাপড় চুরিই ছিলো তাদের কাজ। বর্তমান করোনা পরিস্থিতিতে তাদের ব্যবসা ফুলে ফেঁপে আজ কলাগাছের আকার ধারণ করেছে। ঠিক কিভাবে চলতো তাদের ব্যবসা?

মৃতের পরনের ভালো ভালো জামাকাপড় খুলে নিয়ে সেগুলো ধুয়ে নিয়ে বিক্রি করতো কিছু মানুষ। এমনকি মৃতদেহ ঢাকা দেওয়া সাদা চাদরটিও সযত্নে সরিয়ে নিতেন এই পেশাদারেরা। সেগুলো ধুয়ে, ইস্ত্রি করে বিখ্যাত কোম্পানির লেবেল সেঁটে পৌঁছে যেত বিভিন্ন ব্যবসায়ীদের কাছে।

এই কাজে যুক্ত থাকার অভিযোগে ৭ জনকে প্রেফতার করেছে যোগীরাজ্যের পুলিশ। গতকাল অর্থাৎ রবিবার উত্তরপ্রদেশের বাগপতের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জানা যাচ্ছে, গত ১০ বছর ধরে এভাবেই রুজি-রুটি চালাচ্ছিল একটি দল। করোনার দাপটে ফুলেফেঁপে উঠেছিল ব্যবসা। ধৃতদের বিরুদ্ধে মহামারী আইনে মামলা রুজু করা হয়েছে বলে খবর। ধৃতদের কাছ থেকে ৫২০টি বিছানার চাদর, ১২৭টি কুর্তা, ৫২টি শাড়ি এবং বেশকিছু জামা উদ্ধার করা হয়েছে।

Related Posts

Leave a Reply