অভিভাবকদের ক্ষমা চেয়ে চিঠি লিখলো গুহায় আটকে থাকা ফুটবলারদের কোচ
কলকাতা টাইমসঃ
থাইল্যান্ডের গুহায় আটকে থাকা ফুটবলারদের কোচ চিঠি লিখে ক্ষমা চাইলেন। প্রসঙ্গত, তিনিই শিশুদের গুহাটিতে নিয়ে গিয়েছিলেন। শনিবার একটি চিঠিতে আটকে থাকা ১২ ক্ষুদে ফুটবলারের অভিভাবকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
গত ২৩ জুন গুহাটি দেখতে গিয়ে আটকে পড়ে ১২ ক্ষুদে ফুটবলার। ২৫ বছর বয়সী ফুটবল কোচ এক্কাপোল চ্যানটাওয়াঙ লিখেছে, শিশুরা সবাই ভালো আছে। উদ্ধারকারীরাও সবাই ভালো ব্যবহার করছে। আমি কথা দিচ্ছি, আমার সাধ্যমত তাদের সবরকম যত্ন নেবো, আর আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। এক কিশোর ফুটবলার লিখেছেন, চিন্তা করো না, আমরা সবাই শক্ত আছি। পঙ নামের এক কিশোর লিখেছে, আমাকে নিয়ে চিন্তা করো না। আমি নিরাপদে আছি।