বোনাস দিতে অফিসেই ৩৭০ কোটি টাকার পাহাড় তৈরী করলো কোম্পানি !
কলকাতা টাইমসঃ
বছর শেষ। কোম্পানির কর্মীদের বোনাস দিতে হবে। তাই ব্যাংক থেকে টাকা তুলে আনা হয়েছে অফিসে। সেই টাকা এক বা দুই ব্যাগ নয়, রীতিমতো পাহাড়! এমন ঘটনা ঘটেছে চীনে। বছর শেষে নানা কোম্পানি বা প্রতিষ্ঠান তার কর্মীদের বোনাস দিয়ে থাকে। দুনিয়াজুড়ে এমন প্রচলন রয়েছে। কিন্তু অফিসের মধ্যে টাকার পাহাড় গড়ে তোলার ঘটনা আগে দেখা যায়নি।
চীনের জিয়াংসি প্রদেশের নাংচাং শহরের এক ইস্পাত কোম্পানির এই ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক হইচই পড়েছে। কর্মীদের বোনাস দিতে ৩০ কোটি ইউয়ান (প্রায় ৩৭০ কোটি টাকা) দিয়ে পাহাড়টি গড়ে তারা। কোম্পানির ৫ হাজার কর্মীকে বোনাস হিসেবে দেওয়া হচ্ছে ওই টাকা। প্রতি কর্মচারী গড়ে পাচ্ছেন ৬০ হাজার ইউয়ান।