প্রায় বিনে পয়সার কোম্পানি বিক্রি হলো ৪৭০ কোটি ডলারে !
যাবতীয় বিল প্রদান নিভাবে অনলাইনেই ডিজিটাল মাধ্যমে করা যায় সেই প্রক্রিয়া উদ্ভাবনের দিকে মন দিলেন তারা।ব্যাংকের সহযোগিতা নিয়ে ২০০০ সালে আত্মপ্রকাশ করে বিলডেস্ক। শুরুর তিন থেকে চার বছর এই করেই কেটে গিয়েছে। তার পর থেকে ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে বিলডেস্ক। ২০১৫ সালে বিলডেস্কের মোট সম্পত্তির পরিমাণ ছিল ১০০ কোটি ডলার। ওই বছর ভারতের অনলাইন বিলিংয়ের ৭০ শতাংশ বিলডেস্কের দখলে যায়। ৪৭০ কোটি ডলারের বিনিময়ে ডাচ সংস্থা ‘প্রোসাস’ এই বিলডেস্ককে কিনে নেয়। সংস্থার প্রতিষ্ঠাতা ওই তিন বন্ধু তাদের শেয়ার অনুযায়ী প্রত্যেকে ৫০ কোটি ডলার করে পেয়েছেন।