পাঁচ বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটানোর পথে করোনা ভাইরাস
কলকাতা টাইমসঃ
পাঁচ বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসানের পথ সুগম করে দিলো করোনা ভাইরাস। যুদ্ধ বিদ্ধস্ত ইয়েমেনের বিরুদ্ধে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করলো সৌদি আরব। বুধবার এই ঘোষণা করে সৌদি আরব। আজ বৃহস্পতিবার দুপুর থেকে আপাতত ১৪ দিনের জন্য কার্যকর করা হবে এই যুদ্ধবিরতি।
মূলত ইয়েমেনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভবনা থেকেই এই ধরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করে সৌদি। সপ্তাহ দুয়েক আগেই জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বিশ্বজুড়ে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছিলেন।