চিরতরে ‘ঘ্রাণশক্তি’ কেড়ে নিচ্ছে করোনা ভাইরাস !
কলকাতা টাইমসঃ
চিরদিনের জন্য ‘ঘ্রাণশক্তি’ কেড়ে নিতে করোনা ভাইরাস! এমনটাই দাবি করছেন প্যারিসের এক গবেষক। জানা যাচ্ছে এই মাসের শুরু থেকেই প্যারিসের বিভিন্ন হাসপাতালে বেশ কিছু রুগী সুস্থ হয়ে ওঠার পরও ফিরে পাননি তাদের স্বাভাবিক ঘ্রাণশক্তি! প্যারিসের অ্যানসমিয়া ডিপার্টমেন্টের প্রধান ড. মাইকেল মেইলার্ড জানান, করোনামুক্ত হওয়ার পর অনেকেই তাদের ঘ্রাণশক্তি চিরতরে হারিয়ে ফেলছেন।
ড. মাইকেল মেইলার্ড জানান, অ্যানসমিয়ায় আক্রান্ত ব্যক্তি চিরতরে ঘ্রাণশক্তি হারিয়ে ফেলতে পারেন। এই রোগের কোনো চিকিৎসা নেই বলেও জানান তিনি। জন্মগত সমস্যা, অ্যালঝাইমার, ডায়াবেটিস কিংবা পার্কিনসন-এর মতো রোগের ক্ষেত্রে অনেক সময় অ্যানসমিয়ার সমস্যা দেখা যায়।