ডোনাল্ড ট্রাম্পকেও শিক্ষা দিয়ে ছাড়লো করোনা ভাইরাস
কলকাতা টাইমসঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে হাত দেওয়ার বাতিক তাড়াচ্ছে করোনা ভাইরাস। ধবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, করোনা ঠেকাতে তিনি নিজের মুখে হাত দেয়াই বন্ধ করে দিয়েছেন। সম্প্রতি এই ভাইরাস সংক্রান্ত একটি বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সাস্থ বিষয়ক আধিকারিক ডেবোরাহ বিরক্স সেখানে উপস্থিত সবাইকে মনে করিয়ে দেন যে, করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে বার বার হাত ধোঁয়া উচিত এবং মুখ স্পর্শ করা উচিত নয়।
সে সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমিতো কয়েক সপ্তাহ ধরেই মুখে হাত দিচ্ছি না। আমি এটাকে খুব ‘মিস’ করছি। প্রসঙ্গত, করোনা ভাইরাস এখনও পর্যন্ত ৩,২৮৫ জনের প্রাণ কেড়েছে। বিভিন্ন দেশে ৯৫,৪৮১ জন এই ভাইরাসে আক্রান্ত। শুধুমাত্র চীনেই মৃত্যু হয়েছে ৩,০১২ জনের।