‘দেশ সত্যই এগোচ্ছে’ -মিমি-নুসরাতকে নিয়ে কটাক্ষ রামগোপাল ভার্মার

কলকাতা টাইমসঃ
তৃণমূল থেকে ভোটে জিতে বাংলার সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচিত দুই সাংসদ মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান। যদিও আলোচনার থেকে সমালোচনার পাল্লাই ভারী। এবার টলিউডের এই দুই শিল্পীকে নিয়ে কটাক্ষের সুর ভেসে এলো বলিউড থেকেও।
এবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন বলিউড পরিচালক রামগোপাল ভার্মা। মিমি ও নুসরাতের পুরনো একটি টিকটক ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘ওয়াও, বাংলার নতুন সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। দেশ সত্যিই এগোচ্ছে। নতুন এই সাংসদদের চোখে দেখেও শান্তি।’ বস্তুত এই কটাক্ষই এখন আলোচনার শীর্ষে।