এবার আফগানিস্তান ছেড়ে পালতে শুরু করেছে সেদেশের মন্ত্রীরা !
কলকাতা টাইমসঃ
তালেবানদের হামলার মুখে তাসের ঘরের মতন ভেঙে পড়ছে আফগানিস্তানের একের পর এক রাজ্য।পর পর ৫ দিনে ৯টি প্রাদেশিক রাজধানী এখন তাদের নিয়ন্ত্রণে বলে জানা যাচ্ছে। শুধুমাত্র গতকাল অর্থাৎ মঙ্গলবার আফগানিস্তানের তিনটি প্রদেশ ফাইজাবাদ, পুল ই খুমরি এবং ফারাহর রাজধানী নিজেদের দখল নেয় তালেবানরা।
এই পরিস্থিতিতে হঠাৎই মন্ত্রিত্ব থেকে অব্যাহতি নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলেন আফগান অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা।অবশ্য, অর্থমন্ত্রী ঠিক কোন দেশে আশ্রয় নিয়েছেন তা এখনও নিশ্চিত নয়। বর্তমানে মাজার ই শরিফের নিয়ন্ত্রণ পেতে চারিদিক থেকে প্রবল আক্রমণ শুরু করেছে তালেবান জঙ্গিরা। জানা যাচ্ছে, ইতিমধ্যেই বাঘরাম বিমানঘাটিতে রকেট হামলা চালিয়েছে তালেবান। কুন্দুজ বিমানবন্দর এখন তালেবানদের নিয়ন্ত্রণে। এখানে নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকশ’ সেনা তালেবানের কাছে আত্মসমর্পন করেছে বলে জানা যাচ্ছে। এমনটা চলতে থাকলে রাজধানী কবুলও আর সুরক্ষিত নয় বলেই মনে করছেন সেদেশের নেতা মন্ত্রীরা।