‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ হলেন এই দম্পতি
কলকাতা টাইমসঃ
করোনার টিকা আবিষ্কার করে ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ -এর শিরোপা পেলেন উগুর শাহিন ও ওজলেম তুরেসি। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যানসিয়াল টাইমস বর্তমান বিশ্বের আলোচনার শীর্ষে থাকা এই দম্পতিকে এই সন্মান প্রদান করে। প্রসঙ্গত, তাদের তৈরী করোনার ভ্যাকসিনের দিকেই বর্তমানে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। ইতিমধ্যেই টিকার ৯৫ শতাংশ সাফল্য দাবি করেছে প্রস্তুতকারী সংস্থা।
এক বছরেরও কম সময়ের মধ্যে কোভিডের টিকা উদ্ভাবন করে অসাধারণ বৈজ্ঞানিক সফলতা অর্জন করেছেন এই দম্পতি। ২০০৮ সালে বায়োএনটেক প্রতিষ্ঠা করেন ডা. উগুর শাহিন ও তার স্ত্রী ডা. ওজলেম তুরেসি। মার্কিন ঔষধ প্রস্তুতকারী সংস্থা ফাইজারকে সঙ্গে নিয়ে ভাইরাসের প্রতিষেধক উদ্ভাবনের কাজ করে চলেছেন তারা।