মানুষ খেকো বাঘের প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করলো আদালত
কলকাতা টাইমসঃ
মহারাষ্ট্রে মানুষ খেকো একটি বাঘিনীকে বাঁচাতে উচ্চ আদালতে আপিল করে বন্যপ্রাণী সংরক্ষকারী একটি সংস্থা। ওই বাঘিনীকে যেন গুলি করে মেরে ফেলা না হয় তার জন্য আবেদন করেছিলেন তারা। এই মর্মে করা আপিলটি খারিজ করে দিয়েছে সুপ্রিমকোর্ট।
আদালতের ভাষ্য, বনরক্ষীরা যদি বাঘটিকে ধরতে ব্যর্থ হয় এবং গুলি করে হত্যা করতে বাধ্য হয়, তা হলে আদালত তাতে হস্তক্ষেপ করবে না। জানা যায়, মহারাষ্ট্রে গরু-ছাগল চরানোর সময় ওই বাঘিনীর আক্রমণে এখনো পর্যন্ত পাঁচজন মানুষ মারা গেছে। বনরক্ষীরা বাঘটিকে ধরার পরিকল্পনা করার পর বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা আদালতে আপিল করে যে, বাঘিনীটিকে যেন মেরে ফেলা না হয়।
কোনো কোনো সূত্র দাবি করে, বাঘিনীটির হাতে অন্তত ১৩ জন নিহত হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলেন, একটি মাত্র বাঘের হাতে এত লোক আক্রান্ত হওয়া খুবই অস্বাভাবিক। ভারতে প্রাণী সংরক্ষণ নীতির ফলে বাঘের সংখ্যা এখন বাড়ছে, কিন্তু বনভূমির পরিমাণ কমে আসায় তাদের সঙ্গে মানুষের সংঘাতও বাড়ছে।