পাইলট হতে চেয়ে ২১ বছর বয়েসেই ক্রিকেট ছাড়লেন এই এশিয়া কাপ খেলা ক্রিকেটার!
কলকাতা টাইমসঃ
বয়স মাত্র ২১। কিন্তু এই বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। সদ্য সমাপ্ত এশিয়া কাপে হংকংয়ের হয়ে খেলেছিলেন ক্রিকেটার ক্রিস্টোফার কার্টার। কিন্তু টুর্নামেন্ট শেষ হতেই ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি। এর পিছনে কারণ অবশ্যই রয়েছে। ক্রিকেট নয় এবার পাইলট হওয়ার লক্ষ্যে নিজেকে তৈরি করতে চান কার্টার। ২০১৫ সালে হংকংয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর মাত্র তিন বছর যেতে না যেতেই ক্রিকেটকে বিদায় জানালেন কার্টার। দেশের হয়ে মাত্র ১১টি ওয়ানডে এবং ১০টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি।
কার্টারের মতে হংকংয়ে ক্রিকেটারদের ভবিষ্যত তেমন উজ্জ্বল নয়। ক্রিকেট খেলে সে দেশে টাকাও সেভাবে উপার্জন করা যায় না। তাই এবার কেরিয়ার গড়ার জন্য ক্রিকেট ছেড়ে এভিয়েশন ইন্ডাস্ট্রিতেই আসতে চান কার্টার। পাইলট হওয়ার স্বপ্ন তার ছোটবেলার থেকেই। এবার সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই ক্রিকেটকে চিরবিদায় জানালেন তিনি।