প্রায় উন্মাদ হয়ে উঠেছেন ক্রোয়েশিয়ার সরর্থকরা !
কলকাতা টাইমসঃ
ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব শহরের প্রাণকেন্দ্রে ফ্যান জোনে বড় জায়ান্ট স্ক্রিনে হাজার হাজার সমর্থক খেলা দেখছিলেন। ম্যাচ শেষ হতে তখন কয়েক মিনিট বাকি। লাল-সাদা জার্সি গায়ে বসে থাকা এক তরুণ সমর্থক হঠাৎ উঠে দাঁড়িয়ে বলেন, ‘আমরা যদি জিতে যাই, তাহলে পাহাড় থেকে ঝাঁপ দেব।’
শেষ বাঁশি বাজার পর সেই তরুণ সমর্থককে আর খুঁজে পাওয়া যায়নি। সত্যিই পাহাড় থেকে ঝাঁপ দিয়েছেন কিনা জানা যায়নি। তবে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছনোর পর গোটা ক্রোয়োশিয়া জুড়ে অন্যরকম উন্মাদনা। ম্যাচের পরই জাগ্রেব শহর অবরুদ্ধ। আতসবাজির রোশনাই, কারও হাতে মশাল। হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে এসেছিলেন ফাইনালে ওঠার ঐতিহাসিক দিন স্মরণীয় করে রাখার জন্য। আনন্দে কেউ কাঁদছেন, কেউ চিৎকার করছেন, দেখলে মনে হবে তারা পাগল হয়ে গেছেন।