ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বেশ খানিকটা অপমানই করলেন রাশিয়ার প্রধানমন্ত্রী !
কলকাতা টাইমসঃ
রাজনীতিবিদদের ওপর দেশটির সাধারণ মানুষের ক্ষোভ থাকলেও ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী কোলিন্ডা গ্রাবার কিতারোভিচ দেশ কোয়ার্টার ফাইনালে ওঠার পরই ড্রেসিংরুমে ঢুকে গিয়েছিলেন। ভিআইপি গ্যালারিতে হাজির ছিলেন। দেশের জার্সি গায়ে সারাক্ষণ লুকা মদ্রিচদের সমর্থনে গলা ফাটিয়েছিলেন। রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেডভেদেভের সঙ্গে বসে খেলা দেখেছিলেন। রাশিয়াকে হারিয়ে দল ফাইনালে ওঠার পরল মেডভেদেভের সামনে নেচেও ছিলেন।
রাশিয়ার প্রধানমন্ত্রী অবশ্য কিতারোভিচের এই আচরণে খুব একটা খুশি হননি। দল ফাইনালে ওঠার পর নিজের ফেসবুক পেজে দলকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘আমার প্রিয় ফুটবলারা, তোমরা অসাধ্যসাধন করেছ। অসাধারণ কৃতিত্ব দেখিয়েছ। তোমাদের অভিনন্দন।’ সেমিফাইনাল দেখতে তিনি মাঠে হাজির ছিলেন। ভিআইপি গ্যালারিতে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীকে দেখে অনেকেই জায়গা ছেড়ে দিতে চেয়েছিলেন। তবে স্টেডিয়ামে ঢুকে কিতারোভিচ খুব একটা সন্তুষ্ট ছিলেন না। কারণ দেশের জার্সি গায়ে তাকে ভিআইপি গ্যালারিতে ঢুকতে দেওয়া হয়নি।