কাক জানে, মানুষ জানেনা !
কলকাতা টাইমসঃ
সত্যই ঝাড়ুদার পাখির তকমা কাককেই মানায়। না, না, শুধু ঝাড়ুদার বললে বোধহয় কম বলা হবে। কারণ এই কাকটির কান্ড মানুষের চরিত্রকেও একটা নাড়া দিয়ে যায়। রাস্তার ধরে সার দিয়ে সাজিয়ে রাখা ডাস্টবিনগুলো, অবশ্যই রাখা থাকে মানুষের জন্য। কাক বড়োজোর সেখানে খাবার খুঁটতে আসতে পারে।
কিন্তু এই কাকটির কান্ড শুনলে অবাক হবেন। রাস্তার পশে রাখা একটি ডাস্টবিনের ওপর উড়ে এসে বসল একটি কাক। মুখে রাস্তা থেকে কুড়িয়ে আনা ফাঁকা প্লাস্টিকের বোতল। এবার সেই বোতলটি সে ডাস্টবিনের নির্দিষ্ট ফাঁকা দিয়ে ভেতরে ফেলে দিলো। এরপর আবার হয়তো পাড়ি দিলো মানুষের কৃতকর্মের খোঁজে।
গোটা ঘটনাটাই কেউ একজন মোবাইল বন্দি করেন। এরপর তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মানুষের যত্রতত্র আবর্জনা ফেলার স্বভাবকে সজোরে চপেটাঘাত কষালো কাকটি। তবে ভিডিওটি কোথাকার বা কে ধারণ করেছেন তা জানা যায়নি।