January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

ছেলেদের ওপর ক্রাশ এই অভিনেত্রীকে নান হতে দিল না

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
লিউডের সেক্সিয়েস্ট অন্যতম অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। কিন্তু জানলে আশ্চর্য হবেন তিনি নাকি  আসতেই চাননি। নান হতে হতে অভিনেত্রী হয়ে গেলেন। তিনি জ্যাকলিন ফার্নান্দেজ। শ্রীলঙ্কান এই বিউটি ছোটবেলা থেকেই নান হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু সময়ের সঙ্গে জীবনের মোড় পাল্টে হয়েছেন অভিনয় শিল্পী। সম্প্রতি নেহা ধুপিয়ার টকশোতে নিজের জীবনের এমনই এক ঘটনা শেয়ার করেন তিনি।

নেহা ধুপিয়ার টকশোতে তিনি বলেন, তখন সন্ন্যাসিনী হওয়ার ইচ্ছে ছিল। কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছি। নান’রা আমাদের ক্লাস নিতেন। তাদের লাইফস্টাইল বেশ ভালো লাগতো আমার। প্রতিদিন চার্চে যেতাম। গান গাইতাম। মনে হতো আমার আর কোথাও যাওয়ার দরকার নেই। গ্ল্যামারের বিপরীতে গিয়ে একবারে অন্যপথে হাঁটতে চেয়েছিলাম। তখন থেকেই তো ছেলেদের ওপর ক্রাশ জন্মাতে লাগলো। আর আমি বুঝে গেলাম। নান হওয়া আমার কাজ নয়।

২০০৯ সালে আলাদিন ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রাখেন জ্যাকলিন। এর পর একে একে ‘হাউজফুল’, ‘মার্ডার ২’, ‘রেস ২’ সিনেমা দিয়ে বলিউডে নিজের জায়গা তৈরি করেন তিনি।

Related Posts

Leave a Reply