বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের গ্রহীতা হয়ে বিতর্কে রুশ প্রেসিডেন্টের কন্যা
কলকাতা টাইমসঃ
করোনার বহু প্রতীক্ষিত ভ্যাকসিন নিয়ে বিতর্কে রুশ প্রেসিডেন্টের কন্যা। পুতিন জানিয়েছেন, এদিন সকালেই রুশ সাস্থ দফতর তাদের ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে। এরপরই তিনি জানিয়েছেন যে তার এক মেয়ে ইতিমধ্যেই সেই ভ্যাকসিন গ্রহণ করেছেন। বিতর্ক দানা বেঁধেছে এখানেই, যে ভ্যাকসিনকে এখনো ছাড়পত্র দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কিভাবে সেই ভ্যাকসিন প্রয়োগ বৈধতা পায়? প্রসঙ্গত, এই ভ্যাকসিনের কার্যকরিতা বর্তমানে খতিয়ে দেখছে ‘হু’। সূত্রের খবর ছাড়পত্র মিলতে পারে আগামীকাল ১২ আগস্ট।
যদিও মস্কোর খবর, যেহেতু তাদের দেশে এই ভ্যাকসিন বৈধতা পেয়েছে, তাই তারা এর প্রয়োগ করতেই পারে। রাশিয়ার গ্যামলিয়া রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর আলেকজান্ডার গিন্টসবার্গ জানান, এখনও পর্যন্ত এই ভ্যাকসিনের কোনও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানান, করোনা যুদ্ধে প্রথম সারিতে থাকা চিকিৎসকদের প্রথম এই ভ্যাকসিন দেওয়া হবে।