শ্রীলঙ্কায় সিরিয়াল বোম্ব বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫৬
কলকাতা টাইমসঃ
শ্রীলঙ্কায় সিরিয়াল বোম্ব বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫৬ । এর মধ্যে ৩৫ জন বিদেশি পর্যটক রয়েছেন বলে জানা যাচ্ছে। এখনো হামলার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি গোষ্ঠী। ঘটনার ওপর তীক্ষ্ণ নজর রাখছে ভারত। ক্রমাগত যোগাযোগ রেখে চলেছে কলম্বোর ভারতীয় দূতাবাসের সঙ্গে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৪০২ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার সকালে ইস্টার সানডের প্রার্থনা চলার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা গেছে, রাজধানী শহর কলম্বোর কচ্চিকাড়ের সেন্ট অ্যান্থনি গির্জা, নিগাম্বোর সেন্ট সিবাস্তিয়ান গির্জা ও কাটানা শহরের কাটুওয়াপিটিয়ার একটি গির্জায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া রাজধানীর শাংরি লা হোটেল, সিনামন গ্রান্ড ও কিংসবুরি পাঁচ তাঁরা হোটেলেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।