বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ের তকমা পেতে চলেছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ে
কলকাতা টাইমসঃ
বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ের তকমা পেতে চলেছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ে। এমনটাই দাবি করেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়কড়ি। আগামী বছরের মার্চের মধ্যে এই এক্সপ্রেসওয়ে তৈরির কাজ সম্পন্ন হবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ১,৩৮০ কিলোমিটার। এখন গাড়িতে দিল্লি থেকে মুম্বাই যেতে ২৪-২৬ ঘণ্টা সময় লাগে। নয়া এক্সপ্রেসওয়ে ব্যবহার করে মাত্র ১২ ঘণ্টায় এই পথ পেরোনো যাবে।
দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ে লাগোয়া রাস্তার দু’পাশে ৯৩ টি এমন জায়গা থাকবে, যাতে এটিএম, হোটেল, খুচরো দোকান, ফুড কোর্ট, বৈদ্যুতিন গাড়ির জন্য চার্জিং পয়েন্ট এবং পেট্রল পাম্প থাকবে। এটাই হতে চলেছে ভারতের প্রথম এক্সপ্রেসওয়ে, যেখানে প্রতি ১০০ কিলোমিটারে ট্রমা সেন্টার এবং হেলিপ্যাড থাকবে।
পরিবেশ-বান্ধব হচ্ছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ে। ১,৩৮০ কিলোমিটার রাস্তায় ২০ লাখ গাছ থাকবে। হরিয়ানায় কুন্ডলি-মানেসর-পালওয়াল এক্সপ্রেসওয়ে, মহারাষ্ট্রে মুম্বাই-নাগপুর এক্সপ্রেসওয়ে, মুম্বাই-পুণে এক্সপ্রেসওয়ের মতো অনেক এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত থাকবে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে।