January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular শিল্প ও সাহিত্য

‘মহাপ্রভু শ্রীচৈতন্য’ -যার অন্তর্ধান আজও রহস্য 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

হাপ্রভু শ্রীচৈতন্য। মাত্র 24 বছর বয়সে নবদ্বীপ ছাড়লেন। তার আগে হরিনাম সংকীর্তনের ঢেউ তুলে নবদ্বীপের স্মার্তসমাজ ও কাজির রক্তচক্ষু অস্বীকার করে হিন্দু জাতিভেদ ও মুসলিম শাসকের ভেদনীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন। বাঙালির আদরের নিমাই সেই যে নীলাচলে গেলেন, পরের 24 বছরে বাংলায় এলেন মাত্র একবার। না, গৌড়েশ্বর হুসেন শাহর ভয় ছিল না। বরং হুসেন চৈতন্যদেবের প্রশংসাই করেছিলেন।

সেই মহাপ্রভু দীর্ঘকাল পুরীতে কাটিয়ে হঠাৎই একদিন হারিয়ে গেলেন। গুম খুন নয়, জলে ডুবে নয়, জগন্নাথে বিলীন হওয়া তো নয়ই।

তবে তিনি গেলেন কোথায় ? 
যা আজও রহস্য। এই রহস্যের সুলুক সন্ধান পাওয়া যাবে রজত পালের ‘চৈতন্য শেষ কোথায় ?’ বইটিতে।
তাঁর অন্তর্ধান যে তাঁরই রচিত এক পরিকল্পনা সে বিষয়ে সমস্ত তথ্য প্রমাণ যোগাড় করা হয়েছে এই পুস্তকে। এমনকি অন্তর্ধানের পর কোথায় কোথায় তাঁর উপস্থিতি ছিল তারও কথা। এমনকি পরিণত বয়সে তাঁর অন্তিম পরিণতির এক সম্ভাবনার ইঙ্গিত।
 
‘চৈতন্য শেষ কোথায় ?’
‘বইচই’ প্রকাশনা 
স্টল নং -১৩৮বি (কলকাতা বইমেলা)
  

Related Posts

Leave a Reply