২০০ কিলোমিটার দূর থেকে ফের মালিকের বাড়িতে ফিরে এলো প্রভুভক্ত কুকুর !
কলকাতা টাইমসঃ
বুলম্যাসটিফ প্রজাতির একটি কুকুর। নাম মারু। হঠাৎই এই কুকুরের কারণে অ্যালাৰ্জিতে আক্রান্ত হন মালিক। সিদ্ধান্ত নেন তার পোষ্যটিকে দূরে কোথাও ছেড়ে দিয়ে আসবেন। সেই মতো মারুকে রাশিয়ার নভোসিবিরস্কের একটি দ্রুতগামী ট্রেনে তুলে দেন মালিক।
দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর অচিনস্কের কাছে একটি স্টেশনে ট্রেন থামতেই জানালা দিয়ে তীব্র গতিতে লাফিয়ে পড়ে মারু। তারপর রাশিয়ার কান্ট্রিসাইডের ভয়াবহ জঙ্গলের ভেতর দিয়ে রেললাইন ধরে দৌড় শুরু। গন্তব্য মালিকের বাড়ি। এভাবেই প্রায় ২০০ কিলোমিটার পথ পাড়ি দেয় প্রভুভক্ত কুকুরটি। ঘটনার আড়াই দিন পর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে মালিক জানায় তার মারু বাড়িতে ফিয়ে এসেছে।