গন্ধ শুঁকেই কুকুর ধরবে ক্যান্সার
কলকাতা টাইমস :
কুকুর যে গন্ধ শুঁকে চোর-ডাকাত ধরতে পারে তা তো শুনেছেন কিন্তু যদি বলি এবার পোশা কুকুর একই ভাবে সনাক্ত করবে ক্যন্সার! মজা করছি ভাববেন না। একদম সত্যি। গন্ধ শুঁকে বিশেষ শ্রেণির কুকুর ক্যান্সার নির্ণয় করতে পারে বলে দাবি করেছেন গবেষকরা। এমন কুকুরের পরীক্ষামূলক ব্যাবহারের অনুমোদন দিয়েছে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস বা এনএইচএস। এই কুকুরের নাম দেয়া হয়েছে মেডিকেল ডিটেকশন ডগ বা রোগ নির্ণয়ক কুকুর।
আরও পড়ুন : বৃষ্টি পড়লেই রং-রূপ হারিয়ে কঙ্কালসার
এ নিয়ে প্রথম যে সার্ভেটি হয়েছে, তাতে দেখা গেছে বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া কুকুর মূত্রের গন্ধ শুঁকে শতকরা ৯৩ ভাগ ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সার সঠিকভাবে সনাক্ত করতে পারে। মানুষের শরীর যেহেতু মূত্রের মাধ্যমে বর্জ্য বের করে দেয়ার চেষ্টা করে, ফলে ক্যান্সার আক্রান্ত কোষ থেকেও অনেক মৃত কোষ মূত্রে চলে আসে। মনে করা হচ্ছে, মূত্র থেকে সেসব ক্যান্সার কোষকে গন্ধ শুঁকে নির্ণয় করে কুকুর।