জানা জরুরী : কোন টেস্টে ভেঙে যেতে পারে বিদেশে যাওয়ার স্বপ্ন
যেকোন কাজেই বা প্রয়োজনে আমরা দেশের বাইরে যাই। আর দেশের বাইরে যাওয়ার প্রসঙ্গ আসলেই মেডিকেল টেস্ট করাতে হয়। আর মেডিকেল টেস্ট অনেক ক্ষেত্রেই বাধ্যতামূলক। অনেকে ক্ষেত্রে ভিসা নিয়ে বিদেশ যাওয়ার পর স্বাস্থ্য পরীক্ষা করতে হয়।
স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সাধারণ শারীরিক পরীক্ষা, মলমূত্র পরীক্ষা, এক্স-রে, রক্ত পরীক্ষা (এইচএসবিএসজি, হেপাটাইটিস – এ ও বি), ভিডিআরএল (যৌনরোগ/সংক্রমণ পরীক্ষা), এইচআইভি (এইডস-এর পরীক্ষা), টিউবারকিউলোসিস (যক্ষ্মার পরীক্ষা), ম্যালেরিয়া, লেপ্রোসি, মহিলাদের ক্ষেত্রে গর্ভবতী কি-না ইত্যাদি বিষয়ের পরীক্ষা করা হয়।
মেডিকেলে যেসব রোগ থাকলে আনফিট করে দেয়া হয়।
1.এইচআইভি
2. (চর্মরোগ)খুব বেশি।
3. (জন্ডিস )।
4.(হার্টের সমস্যা)।
5.(শ্বাসকষ্ট)।
এই রোগ গুলিই বিদেশ যাওয়ার পথে বাধা সৃষ্টি করে।