মাতাল বর, জামা-প্যান্ট খুলে বাড়ি পাঠালেন শাশুড়ি
কলকাতা টাইমস :
একেই বলে আত্বসম্মানবোধ। সেই বোধেই মহিলা হয়েও নিজের বিয়ে ভাঙতে এক মুহূর্ত ভাবলেন না কনে। মদ্যপ হবু বরের মাতলামির কারণে বিয়ের আসরেই তাকে নাকচ করে দিয়েছেন ২০ বছর বয়সী কনে। শুধু তাই নয়, মাতাল বরকে আটকে রেখে তার পোশাক-পরিচ্ছদ খুলে নিয়ে খালি গায়ে ফেরত পাঠাল কনেপক্ষ।
বিয়ের আসরে এমন ঘটনা ঘটেছে বিহারের ছপরা জেলার তরৈয়া থানার ডুমরি ছপিয়া গ্রামে। ছপরার মগাইডিহা গ্রাম থেকে ডুমরি ছপিয়ায় বিয়ে করতে গিয়েছিলেন শিবপূজন সাহের ছেলে বাবলু কুমার।কনে পক্ষের লোকজন বলছেন, শুধু বর নন, তার সঙ্গে আসা অন্যান্য অতিথিদের অনেকেই মদ্যপ অবস্থায় ছিলেন। এরপরই শুরু হয় বাক-বিতণ্ডা। বিয়ে আসরে পৌঁছে মাতলামি শুরু করেছিলেন বর। বিয়ের রীতি-রেওয়াজ চলাকালীন অশালীন আচরণ করছিলেন তিনি। এমনকি ঠিক মতো দাঁড়াতেও পারছিলেন না ।
এই অবস্থার প্রতিবাদ জানিয়ে বিয়ের আসর থেকে উঠে যান পাত্রী রিঙ্কি কুমারী। আত্মীয়-স্বজনরা প্রথমে তাকে বিয়েতে রাজি করানোর চেষ্টা চালালেও শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেই অনড় থাকেন তিনি।
রিঙ্কির এমন সিদ্ধান্তের পর রিঙ্কির মা সিদ্ধান্ত নেন বর এবং তার সঙ্গে আসা অতিথিদের পরদিন সকাল পর্যন্ত আটকে রাখবেন। এখানেই শেষ নয়, বিয়েতে কনেপক্ষের দেওয়া সামগ্রী, গহনা-সহ যাবতীয় উপহার ফেরত নিয়ে নেয় রিঙ্কির পরিবার। এরপর ছেলের জামা-কাপড় খুলে নিয়ে বাড়ি পাঠানোর নিদান দেন কনের মা।