পৃথিবী আর আগের জায়গায় ফিরবে না
কলকাতা টাইমসঃ
‘পৃথিবী আর আগের জায়গায় ফিরবে না’ -এমনটাই দাবি করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ক্রমশ যেদিকে মোড় নিচ্ছে, তাতে এমনটাই মনে করেন রুশ প্রেসিডেন্ট।
প্রসঙ্গত, গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। রুশ ভাষাভাষী অধ্যুষিত এই দুটি অঞ্চল একত্রে ‘ডোনবাস’ নামে পরিচিত। এরপর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এখন পর্যন্ত ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী।
এই পরিস্থিতিতে পুতিনের দাবি, যারা ভাবছেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে আমেরিকা এবং পশ্চিমি দেশগুলোর স্বাভাবিক অবস্থা আবার ফিরে আসবে, তারা ভ্রান্তির মধ্যে রয়েছেন। সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের সম্মেলনে একথা জানান রাশিয়ার প্রেসিডেন্ট।