এগিয়ে আসছে অর্থনৈতিক অতিমারী
কলকাতা টাইমসঃ
বিশ্বের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দার মুখে পড়তে চলেছে গোটা বিশ্ব। এমনটাই আশংকা প্রকাশ করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা। প্রায় এক চতুর্থাংশ কমে যেতে পারে বিশ্বের বাণিজ্য-বিনিময়। বিশ্ব বাণিজ্য সংস্থার দাবি, মহামারী ঠেকাতে বহু ব্যয় করার ফলে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে বিপুল ধস নামবে। ফলে কমবে উৎপাদন। স্বাভাবিক ভাবেই বিশ্বজুড়ে বিপুল হরে বাড়বে বেকারত্বের হার।
১৯৩০ সালে বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দাকেও ছাপিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের বক্তব্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই করোনা ভাইরাসের আক্রমণ। বিশ্ব-অর্থনীতিতে এরই মধ্যে ধস নেমেছে। দেশগুলোর বাণিজ্য বন্ধ। এই পরিস্থিতি দীর্ঘদিন ধরে চললে বিশ্বজুড়ে অর্থনৈতিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।