ভারতীয় দলের কোচ হওয়ার জন্য যে সব যোগ্যতা থাকতেই হবে
কলকাতা টাইমসঃ
ক্যারিবিয়ান সফর শেষ হবে ৩ সেপ্টেম্বর। ১৫ সেপ্টেম্বর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজেই নতুন কোচকে দেখা যেতে পারে বলে খবর। গতকালই নতুন কোচ সহ সাপোর্টিং স্টাফ চেয়ে বিজ্ঞাপন দিয়েছে বিসিসিআই। আগামী ৩০ জুলাই বিকেল ৫টার মধ্যে সব পদের জন্য আবেদন করতে হবে।
ভারতীয় দলের কোচ হওয়ার জন্য যে সব যোগ্যতা থাকতেই হবে…..
* টেস্ট খেলছে এমন কোনো দেশকে কমপক্ষে দু’বছর কোচিংয়ের অভিজ্ঞতা থাকতেই হবে।
* কোনো দেশ বা আইপিএলের কোনো দলকে অন্তত ৩ বছর কোচিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে।
* ৩০টি টেস্ট বা ৫০টি একদিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে।
* বয়স ৬০ বছরের কম হতে হবে।