শত্রু দেশে বন্দি প্রেমিকের জন্য ১8 বছরের অপেক্ষার অবসান প্রেমিকার
কলকাতা টাইমসঃ
দীর্ঘ ১৮ বছর শত্রু দেশ ইজরায়েলের কারাগারে বন্দি প্রেমিক। বিন্দুমাত্র বিচলিত না হয়ে তার অপেক্ষায় নিজেকে মজবুত করেন প্যালেস্তিনী তরুণী জিনান সামারার। অবশেষে তাদের প্রেমের যুদ্ধজয়ের সাক্ষী রইলো ইজরায়েল এবং প্যালেস্তাইনের জনগণ। আগামী শুক্রবার তারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলে খবর। ইসরায়েলর মজিদ্দো কারাগার থেকে মুক্তি পাওয়ার সময়প্রেমিক মুখাদেরের জন্য ফুল নিয়ে অপেক্ষা করছিলেন প্রেমিকা সামারা।
দীর্ঘ প্রতীক্ষার পর শেষ পর্যন্ত জীবনসঙ্গীকে কাছে পেয়ে উচ্ছ্বাসের শেষ নেই সামারার। তার বক্তব্য, শেষ পর্যন্ত আমাদের ভালোবাসার জয় হলো। আমি কেবল ধৈর্য্য ধরার সিদ্ধান্ত নিয়েছিলাম। মুখাদেরের কারাবাসের সময়কালে সেন্ট্রাল ওয়েস্ট ব্যাঙ্কে সামারা শিক্ষা মন্ত্রকের দায়িত্ব পালন করেছেন। মূলত সামারার সহযোগিতায় এবং উৎসাহে আল-কুদস বিশ্ববিদ্যালয় থেকে ইসরায়েলেলি স্টাডিজে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন প্রেমিক। ইসরায়েলিবাহিনীর অন্যায় অত্যাচার এমন হাজার হাজার গল্পের জন্ম দিয়েছে বলে জানান সামারা।