রাশিয়া টুডে এবং স্পুটনিককে নিষিদ্ধ ঘোষণা করলো ইউরোপীয় ইউনিয়ন
কলকাতা টাইমসঃ
রাশিয়া টুডে এবং স্পুটনিককে নিষিদ্ধ ঘোষণা করলো ইউরোপীয় ইউনিয়ন। এই দুটিই রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সবচেয়ে বড় সংবাদমাধ্যম বলে জানা যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করতে বলা হয়েছে। প্রতিষ্ঠান দুটির লাইসেন্স, ট্রান্সমিশন ও বিতরণ ব্যবস্থাও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটেন, জার্মানি, ফ্রান্স এবং স্পেনে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হয়েছে বলে জানা যাচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য, ইউক্রেন আগ্রাসনের ভুল তথ্য প্রচারের জন্য আরটি ও স্পুটনিককে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। এর আগে আরটি ও স্পুটনিক নিষিদ্ধ করে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা, গুগল, ইউটিউব, টিকটক। এখন টুইটার বলছে, তারা ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা মেনে চলবে।