ইউক্রেনকে আরও সামরিক এবং আর্থিক সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন
কলকাতা টাইমসঃ
ইউক্রেনকে আরও সামরিক এবং আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিলো ইউরোপীয় ইউনিয়ন। আজ শুক্রবার এই কথা জানিয়েছেন ইইউর পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল। ইউক্রেনের জন্য ৫০০ মিলিয়ন মূল্যের সামরিক সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
বোরেল জানান, ইউক্রেনের সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত ইউরোপিয়ান নেতারা এই অর্থ অনুমোদন করবেন। এবং শিগগিরিই তা ইউক্রেনে পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে রাশিয়ার ওপর নানান নিষেধাজ্ঞার প্রক্রিয়াও জারি রেখেছে ইউরোপিয় ইউনিয়ন।