‘দাদাগিরি’র মঞ্চ মাতিয়ে সেরার পুরস্কার জিতে নিলেন ‘কাঁচা বাদাম’খ্যাত ভুবন
কলকাতা টাইমসঃ
শুধু ‘দাদাগিরি’র মঞ্চ মাতানোই নয়, দাপটের সঙ্গে খেলে জিতে নিলেন সেরার পুরস্কার ‘কাঁচা বাদাম’খ্যাত ভুবন বাদ্যকার। জানা যাচ্ছে, সৌরভের মুখোমুখি হয়েও একটুও না ঘাবড়ে গিয়ে দিব্যি খেলেন ভুবন। সঠিক উত্তর দেন অনেক প্রশ্নের। শুধু বোতাম টিপে খেলতে গিয়ে একটু সমস্যায় পড়েছিলেন।’
তার গান তানজেনিয়া, দক্ষিণ কোরিয়ায় জনপ্রিয় হওয়ায় প্রশংসা করেছেন সৌরভ। জানা গেছে, দুবরাজপুর গ্রামে ভুবনের মাটির বাড়িতে একটিমাত্র ঘর। সেখানেই সপরিবার থাকেন তিনি। ভুবনকে নিয়ে ‘দাদাগিরি’ বিশেষ পর্বটি প্রচার হবে ১৯ ফেব্রুয়ারি।