দিল্লিতে লালকেল্লার দখল নিল কৃষকরা
কলকাতা টাইমস :
আজ প্রজাতন্ত্র দিবসের সকালেই ভয়াভহ রূপ নিল দিল্লির কৃষক আন্দোলন। এদিনের ট্রাকটর মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দফায়-দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি-কাঁদানে গ্যাস এবং শূন্যে গুলিও পর্যন্ত চালাতে হয়.প্রসঙ্গত: শর্তসাপেক্ষে আজ নির্দিষ্ট রুটে আন্দোনকারী কৃষকদের ট্র্যাক্টর মিছিলের অনুমতি দেওয়া হয়। কিন্তু যাবতীয় শর্তের তোয়াক্কা না করে বেপরোয়া হয়ে ওঠে কৃষকরা।
একসময় কার্যত পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কৃষকদের মিছিল। দুপুর ২টো নাগাদ শয়ে-শয়ে আন্দোলনকারী হঠাৎই লালকেল্লায় প্রবেশ করে কার্যত নিজেদের দখল নেয় দেশের ঐতিহ্যশালী এই স্মৃতিসৌধ। এমনকি আন্দোলনকারীরা কৃষক সংগঠনের পতাকাও গেড়ে দেন সেখানে। প্রসঙ্গত এই ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগেই ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এই লালকেল্লাতেই। দেশের হাই প্রোফাইল এই সিকিউরিটি জন্যে নাজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয় আন্দোলনকারীদের বিক্ষোভে।