মায়ানমারে বন্দি রয়টার্সের ২ সাংবাদিকের ভাগ্য নির্ধারণ হবে আগামী ৩ সেপ্টেম্বর
কলকাতা টাইমসঃ
রোহিঙ্গা নির্যাতনের খবর সংগ্রহ করতে গিয়ে মায়ানমারে আটক দুই রয়টার্স সাংবাদিকের রায় স্থগিত করেছে মায়ানমারের একটি আদালত। আজ সোমবার তাদের রায় ঘোষণার কথা থাকলেও আগামী ৩ সেপ্টেম্বর এই রায় ঘোষণা করবে বলে জানিয়েছে আদালত। রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে অপরাধ প্রমাণিত হলে তাদের ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।
জেলা জজ খিন মাউং মাউং বলেন, ‘আগামী ৩ সেপ্টেম্বর এই রায় ঘোষণা করা হবে। এই মামলার মূল বিচারক অসুস্থ থাকায় আজ রায় ঘোষণা করা হচ্ছে না। গত বছরের ডিসেম্বরে গোপন সরকারি নথিপত্র সহ ওয়া লোন ও কিয়াও সোয়েও -কে আটক করে পুলিশ। তখন থেকেই তারা কারাবন্দি রয়েছেন। তবে তারা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তাদের আইনজীবীরা বলছেন, ন্যায়বিচার করলে তারা মুক্তি পাবেন।
ওয়া লোন জানিয়েছেন, তারা গণমাধ্যমের নীতি মেনেই তাদের কাজ করেছেন। তিনি বলেন, আমরা বাস্তব পরিস্থিতির উপর নির্ভর করে শুধু সত্য বলার চেষ্টা করেছি। রোহিঙ্গাদের ওপর নেমে আসা কালো অধ্যায়ের এক বছরের মাথায় দুই সাংবাদিকের রায় ঘোষণা করবেমায়ানমার।