লকডাউনে রোজগার হারানোয় পুত্রবধূ সহ ছেলেকে বাড়ি থেকে বের করে দিলেন বাবা !

কলকাতা টাইমসঃ
লকডাউনে আয় বন্ধ হতেই পুত্রবধূ সহ ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বাবা-মায়ের বিরুদ্ধে।গৃহবধূর অভিযোগ, তাদের বিয়ের প্রায় ১০ লক্ষ টাকার গয়না জোর করে নিজেদের কাছে রেখে দেন শ্বশুর-শাশুড়ি। লকডাউন শুরু হতেই রোজগার বন্ধ হয়ে যায় মেহবুবের। অভিযোগ, লকডাউন শেষ হতেই বাড়ি থেকে বের করে দেওয়া হয় মেহবুব এবং সুমিতাকে। কাঁথির মেহেবুব দাস সুমিতাকে ভালোবেসে বিয়ে করেন। এই বিয়েতে মত ছিলোনা মেহবুবের বাবা-মায়ের। শেষপর্যন্ত ছেলের অদম্য জেদের কাছে নিমরাজি হতে বাধ্য হন তারা।
আপাতত ভাড়া বাড়িতে আশ্রয় নিয়েছেন পুত্র এবং পুত্রবধূ। গত ১ জুলাই মন্দারমণি কোস্টাল থানায় বাবা এবং মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মেহবুব এবং সুমিতা। পুলিশ বৃদ্ধ-বৃদ্ধার খোঁজে গেলে তালাবন্দি ঘর দেখে ফিরতে হয়েছে পুলিশকে। আজ ‘বিয়ের গয়না ফেরত দাও’ পোস্টার হাতে রাস্তায় ধর্নায় বসে থাকতে দেখা যায় মেহবুব-সুমিতাকে।