বাকি ৫ জন কে উদ্ধারের জন্য চূড়ান্ত অভিযান শুরু হলো থাইল্যান্ডের গুহায়
কলকাতা টাইমসঃ
থাইল্যান্ডের গুহায় আটকে পড়া বাকি চার ফুটবলার আর তাদের কোচকে উদ্ধারে তৃতীয় ও চূড়ান্ত অভিযান শুরুকরলো উদ্ধারকারীরা। গত ২৩ জুন ১২ কিশোর ফুটবলার ও তাদের ২৫ বছর বয়সী কোচ ওই গুহাটিতে আটকে পড়েন।
গত রবিবার থেকে অভিযান চালিয়ে দুইদফায় মোট ৮ জন ফুটবলারকে গুহার বাইরে নিয়ে আসা হয়। তারা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গুহা থেকে বের হওয়ার পর থেকেই ফুটবলাররা টোস্ট, চকলেটসহ তাদের পছন্দের খাবার খেতে চাইছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে তাদের দুধ জাতীয় খাবার খেতে দেওয়া হয়েছে। আজ থেকে তারা স্বাভাবিক খাবার খেতে পারবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিবারের সঙ্গে এখনো ফুটবলারদের সরাসরি দেখা করতে দেওয়া হয়নি।