November 14, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

দুই কোরিয়ার দ্বন্দ্বের চূড়ান্ত নিষ্পত্তি হতে পারে ট্রাম্প-কিম বৈঠকে !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

আগামী ১২ জুন সিঙ্গাপুরে বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন। পরমাণু ইস্যুতে বৈঠক হলেও তাদের এই বৈঠক নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা ধরণের কূটনীতিক বিশ্লেষণ। যদিও এই বৈঠকের বিস্তারিত আলোচ্য সূচিএখন সরকারি ভাবে কিছু জানানো হয়নি ।

হোয়াইট হাউজের পক্ষ থেক জানানো হয়েছে স্থানীয় সময় সকাল ৯ টায় দুই নেতা দেখা করবেন। তবে পারমাণবিক অস্ত্রের কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ হওয়ার আগে পর্যন্ত উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। সিঙ্গাপুরে হতে যাওয়া বৈঠকের খুব সামান্য খুঁটিনাটিই জনসাধারণকে জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের ধারণা, দুই কোরিয়ার মধ্যকার দ্বন্দ্বের চূড়ান্ত নিষ্পত্তিও হতে পারে এই বৈঠকের মাধ্যমে। দুই নেতার বহ প্রতীক্ষিত বৈঠকটি শেষপর্যন্ত হবে কিনা তা নিয়েই একসময় সন্দেহ দেখা দিয়েছিলো। সোমবার হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স সাংবাদিকদের জানান যে, “উত্তর কেরিয়া সম্পর্কে নিজের জাতীয় নিরাপত্তা বাহিনীর কাছ থেকে প্রতিদিন কিছু বিশেষ খোঁজ খবর নিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প।”

মিজ স্যান্ডার্স জানান, পিয়ংইয়ং’এর ওপর ডোনাল্ড ট্রাম্পের “সর্বোচ্চ চাপ প্রয়োগ” এর মনোভাব পরিবর্তিত হয়নি।”আমাদের নিষেধাজ্ঞা কার্যকর আছে এবং তারা সম্পূর্ণরুপে পারমাণবিক অস্ত্র কার্যক্রম বন্ধ না করা পর্যন্ত নিষেধাজ্ঞা অব্যহত থাকবে। তবে গত সপ্তাহে ওয়াশিংটনে উত্তর কোরিয়ার একজন উচ্চপর্যায়ের নেতার সাথে বৈঠকের পর মি. ট্রাম্প জানান ‘সর্বোচ্চ চাপ’ শব্দটি তিনি আর ব্যবহার করতে চাননা।

দুই নেতার বৈঠকের আগে উত্তর কোরিয়া বিভিন্ন রকম কূটনীতিক আলোচনায় অংশ নিচ্ছে। সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লাভরভ হঠাৎই পিয়ংইয়ং পরিদর্শনে যান। এছাড়া এই বছরের শেষের দিকে কিম মস্কো সফর করতে পারেন বলে খবর। গত সপ্তাহে উত্তর কোরিয়া জানিয়েছে যে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদও উত্তর কোরিয়া সফরের পরিকল্পনা করছেন।

 

Related Posts

Leave a Reply