করোনার অ্যান্টিবডি ‘কক্টেল’ এর চূড়ান্ত ট্রায়াল শুরু
কলকাতা টাইমসঃ
করোনায় সুস্থ হয়ে ওঠা রোগীদের অ্যান্টিবডি থেকে তৈরী ‘অ্যান্টিবডি ডোজের’ চূড়ান্ত ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করলো মার্কিন বায়োটেকনোলজি সংস্থা রিজেনেরন।এই সংস্থার বিজ্ঞানীদের দাবি, তাদের তৈরি এই অ্যান্টিবডি ‘কক্টেল’ এতোটাই শক্তিশালী যে, কোনও করোনা আক্রান্তের সংস্পর্শে এলেও সংক্রমণের কোনও রকম সম্ভবনা থাকবে না!
তৃতীয় পর্যায়ের এই ট্রায়ালে ২,০০০ জন করোনা রোগীর উপর এই অ্যান্টিবডি প্রয়োগ করে দেখা হবে।পরবর্তী ক্ষেত্রে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এমন ১,৮৫০ জন এবং হাসপাতালে ভর্তি হতে হয়নি এমন ১,০৫০ করোনায় আক্রান্তের উপর এই অ্যান্টিবডি ‘কক্টেল’ প্রয়োগ করে দেখা হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।