January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

বিশ্ব বিখ্যাত এই গানই কেড়ে নেয় তার প্রথম ভালোবাসা …

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 

বিশ্বকাপের থিম সং-এর মধ্যে শাকিরার ওয়াকা-ওয়াকা-বে-বে সম্ভবত জনপ্রিয়তম | ফুটবলের মহাযুদ্ধের মরসুমে আসুন একবার জেনে নিই এই কলম্বিয়ান তারকা সম্বন্ধে |

পুরো নাম শাকিরা ইসাবেল মেবারক রিপোল | ডাকনাম শাকি | জন্ম কলম্বিয়ার বারাঙ্কিলায়‚ ১৯৭৯-এর ২ ফেব্রুয়ারি | আট ভাইবোনের মধ্যে সবথেকে ছোট | তাঁর বাবা লেবানিজ | মা‚ স্প্যানিশ-ইতালিয়ান | বাবার নাম উইলিয়ম মেবারক ক্যাডিড | মা‚ নিধিয়া কার্মেন রিপোল তোরাডো | আরবি ভাষায় শাকিরা কথার অর্থ কৃতজ্ঞ বা আভিজাত্যপূর্ণ |

Shakira's 'Waka Waka' hits one billion views | Entertainment News,The Indian Express

খুব অল্প বয়স থেকে আরবি গান‚ সুর এবং বেলি ডান্স-এর প্রতি আকৃষ্ট হন | বাড়িতে লেবানিজ ঠাকুমার কাছে শিখতে শুরু করেন বেলি ডান্স |

পড়তেন গোঁড়া ক্যাথলিক স্কুলে | সেখানেও নাচগান করতেন শাকিরা | এমনকী বেলি ডান্সও | তবে স্কুল ক্যয়ারে সুযোগ পেতেন না | কারণ গানের শিক্ষিকার মতে শাকিরার গানের গলা ছিল ছাগলের মতো !

মাত্র ১৩ বছর বয়সে সোনি থেকে প্রকাশিত হয় প্রথম অ্যালবাম ‘Magia’ | প্রথম ইংরেজি অ্যালবাম ‘Laundry Service’ | শাকিরা হলেন হাইয়েস্ট সেলিং কলম্বিয়ান শিল্পী | বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ মিলিয়ন রেকর্ড |

ইংরেজি স্প্যানিশ ইতালিয়ান পর্তুগিজ‚ এই চার ভাষা ঝরঝর করে বলতে পারেন শাকিরা | তাঁর আইকিউ ১৪০ |

শুনতে বেমানান লাগলেও পপতারকা হয়েও শাকিরার দেহে একটিও ট্যাটু নেই | গান ছাড়া ভালবাসেন ছবি আঁকতে | তবে যদি পপ গায়িকা না হতেন তবে হতেন মহাকাশচারী বা মনোবিদ |

পেয়েছেন অসংখ্য পুরস্কার | ভেঙেছেন অগণিত রেকর্ড | বলিউডি গানবাজানার একনিষ্ঠ ভক্ত |

বেশিরভাগ অনুষ্ঠানে খালি পায়ে পারফর্ম করেন তিনি |

ছোট থেকেই স্বপ্ন ছিল গায়িকা আর নৃত্যশিল্পী হওয়ার | আর চাইতেন একদিন বড় হয়ে অনাথ শিশুদের দুঃখ কষ্ট দূর করবেন | দুটো স্বপ্নই পূরণ করেছেন | সমাজসেবার জন্য বহু কিছু করেন এই তারকা |

২০১০ বিশ্বকাপের থিম সং শাকিরার ওয়াকা-ওয়াকা-বে-বে হল ইউটিউবে মোস্ট ওয়াচড ভিডিও-র মধ্যে সপ্তম |

আর্জেন্তিনার প্রাক্তন প্রেসিডেন্ট ফার্নান্দো দে লা রুয়ার ছেলে আইনজীবী অ্যান্তোনিও দে লা রুয়ার সঙ্গে সম্পর্ক ছিল শাকিরার | দুজনে দীর্ঘদিন লিভ ইন করেছেন | ২০১০ সালে ভেঙে যায় সম্পর্ক |

বিচ্ছেদের পিছনে ছিল সেই ওয়াকা ওয়াকা বে বে | ওই ভিডিও শ্যুট করার সময় শাকিরার সঙ্গে আলাপ হয় স্প্যানিশ ফুটবলার জেরার পিক-এর সঙ্গে |

বয়সে দশ বছরের ছোট এই ফুটবলারের সঙ্গেই এখন সহবাস শাকিরার | দুজনের সংসার স্পেনের বার্সেলোনায় | বড় ছেলে মিলান পিক মেবারকের জন্ম হয়েছে ২০১৩-র জানুয়ারি মাসে | ছোট ছেলে সাশা পিক মেবারক ভূমিষ্ঠ হয়েছে দুবছর পরে‚ ২০১৫-র জানুয়ারি মাসে |

মাতৃত্ব উপভোগ করছেন পপতারকা শাকিরা | রয়েছেন আগের মতোই  গ্ল্যামারাস | গত আট বছর ধরে বিশ্বকাপ এলেই সবার মনে উস্কে ওঠে শাকিরা-স্মৃতি

Related Posts

Leave a Reply