৮৯ এর প্রথম টেস্ট -টাকেই ভেবেছিলাম জীবনের শেষ টেস্ট -শচীন
নিউজ ডেস্কঃ
তার ব্যাটিং দক্ষতা নিয়ে কেউ কখনও প্রশ্ন তোলার সাহস পায়নি। অফ ফর্ম গেছে অনেকবারই। কিন্তু সবাই মানতেন, ঠিক সময়েই ফর্মে ফিরবেন তিনি। সেই শচীন টেন্ডুলকার খোদ নিজেকে নিয়েই আশঙ্কা প্রকাশ করেছিলেন প্রথম টেস্টের পর।
পাকিস্তানের বিরুদ্ধে ১৯৮৯ সালে তার সেই অভিষেক টেস্টে প্রথম ইনিংসেই শূন্য রানে আউট হয়ে ফিরেছিলেন মাস্টার ব্লাস্টার। সেই স্মৃতি রোমন্থন করে একটি টক শোতে শচীন বলেছেন, ‘করাচিতে আমার সেই প্রথম টেস্ট ইনিংস ছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। ভেবেছিলাম ওটাই আমার প্রথম আর শেষ ইনিংস। একদিক থেকে ওয়াকার ইউনুস বল করছে। আরেকদিক থেকে ওয়াসিম আক্রাম আগুন ঝরাচ্ছে। তখন সবে ওরা রিভার্স স্যুইং করছে। ফলে হঠাৎ করে ক্রিজে নেমে কী করব বুঝে উঠতে পারছিলাম না।’
এই সমস্যা কাটাতে সতীর্থদের কাছেও পরামর্শ নিতে হয়েছিল শচীনকে। তিনি বলেছেন, ‘ড্রেসিংরুমে এসে প্রত্যেকের সঙ্গে কথা বলেছিলাম। ওরা বলেছিল, ক্রিজে গিয়ে আরও একটু সময় নাও। এটা আন্তর্জাতিক ক্রিকেট আর তুমি বিশ্বের সেরা বোলিং আক্রমণের বিরুদ্ধে ব্যাট করছ। ওদের সেই শ্রদ্ধাটা দাও।’ কথাগুলি অক্ষরে অক্ষরে মেনেছিলেন শচীন। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে বেরিয়েছিল ৫৯ রানের ঝকঝকে ইনিংস। ড্রেসিংরুমে ফেরার পর তখন সতীর্থরা শচীনকে বলেছিলেন, ‘এটাই তো তোমার থেকে চাইছিলাম।’