করোনা পরবর্তী ক্রিকেটের প্রথম তিন শর্ত
কলকাতা টাইমসঃ
কেমন হবে করোনা পরবর্তী ক্রিকেট? বাতলে দিলেন আইসিসি’র ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলে। ক্রিকেটারদের সুরক্ষার কথা মাথায় রেখে প্রাথমিকভাবে কিছু ব্লু প্রিন্ট তৈরী করেছে ক্রিকেটের এই নিয়ামক সংস্থা। চলুন, এক ঝলকে দেখে নেওয়া যাক সেই বিধিনিষেধের প্রথম তিনটি শর্ত….
* বলের পালিশ ধরে রাখতে থুতুর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ক্রিকেটারদের দীর্ঘদিনের এই অভ্যাস বদলাতে এক মাসের বিশেষ প্রশিক্ষণ বাধ্যতামূলক বলে মনে করেন অনিল কুম্বলে।
* ব্যাটিংয়ের সঙ্গে বোলিংয়ের সামঞ্জস্য বজায় রাখতে পিচ পরিবর্তনের পরামর্শ দিয়েছেন ক্রিকেট কমিটির চেয়ারম্যান।
* পরিবেশ বান্ধব এলাকাতেই অনুশীলন এবং ম্যাচ খেলার দিকে জোর দিতে চলেছেআইসিসি। যাকে বলা হচ্ছে বায়ো সেফটি জোন। যেমনটা ইতিমধ্যেই শুরু করেছে ইংল্যান্ড।