February 22, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

মাছেরাও চিকিৎসার জন্য যাবে হাসপাতালে 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
মানুষ যেমন অসুস্থ হলে হাসপাতালে যায়। তেমনি এখন থেকে মাছেদেরও রোগ হলে চিকিৎসার জন্য যাবে হাসপাতালে।এই হাসপাতালে মাছেদের বিবিধ অস্বাভাবিকতা ও অসুখের চিকিৎসা হবে। মাছেদের জন্য হাসপাতাল ভারতে এই প্রথম তাও আবার কলকাতায়।
West Bengal University of Animal and Fishery -এর মৎস্য মাইক্রোবায়োলজিস্ট বিশেষজ্ঞ বিজ্ঞানী টি জে আব্রাহাম মাছের উৎপাদনে এক সময়ে ভারতে সেরা ছিল পশ্চিমবঙ্গ। কিন্তু বর্তমানে উৎপাদিত মাছের ১০%-২০% অসুখে মারা যায় বলে সেই স্থান হারিয়েছে এই রাজ্য। আব্রাহাম জানিছেন ভারতে পাওয়া যায় এই ধরণের মাছে ৬০-৬৫ রকমের অসুখ দেখতে পাওয়া যায়। কিন্তু সেই অসুখের চিকিৎসার যথাযথ পরিকাঠামোর যথেষ্ট অভাব রয়েছে এই দেশে।
এই ধরণের হাসপাতাল বিদেশে দেখা গেলেও ভারতে এই প্রথম এই ধরণের কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে।
এই হাসপাতাল মাছেদের চিকিৎসা করে যেমন মাছ চাষীদের ফলন বৃদ্ধি করতে সাহায্য করবে তেমনি অন্যদিকে জনসাধারণের পাতে যেন রোগবিহীন মাছ পৌঁছায় তার দিকেও লক্ষ্য রাখবে।

Related Posts

Leave a Reply