বিস্মৃত পরিবার …বিস্মৃত ইতিহাস
[kodex_post_like_buttons]
রজত পাল
C Ringer কোম্পানির নাম জানেন তো ? এই Homeopathic সংস্থার প্রতিষ্ঠাতা শ্রী কালিপদ ব্যানার্জী জন্মেছিলেন সিপাই বিদ্রোহের আগে। তাঁর সুযোগ্য পুত্র কিশোরী মোহন হলেন Allen Homeopathic Medical College এর প্রতিষ্ঠাতা ও প্রথম প্রিন্সিপাল।
তাঁর পুত্র নবকুমার বঙ্গীয় Council (হোমিও) -এর President। এই বংশের রঞ্জিত কুমার হোমিও মেডিকেল কলেজের প্রফেসর।
কি বললেন ? হোমিওপ্যাথি বিজ্ঞান সম্মত বলে মনে করেন না ? তা বেশ !
রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর যার ওষুধ বিলোতেন গরিবদের সে চিকিৎসা বুজরুকি !
তাও বেশ !!
কারণ বেসরকারি গলাকাটা চিকিৎসা ছাড়া আমাদের সেসবে বিশ্বাস নাই থাকতে পারে । সেসব না হয় বাদই দিলাম । কিন্তু C Ringer এক সফল বাঙালি প্রতিষ্ঠান তো বটেই । সেটা অস্বীকার করব কি করে ?
আমরা আলোচনা করছি বিখ্যাত ব্যানার্জি পরিবারের। যে পরিবারের পঞ্চম পুরুষ হলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী। তিনি তাঁর পৈত্রিক বাড়িতে আশ্রম করে দাতব্য চিকিৎসালয়কে দান করলেন। নিজে রইলেন Founder President হয়ে।
বারাসাতের উপান্তে সেই পারিবারিক বিঘা তিনেক জমিতে মায়ের নামে ত্রিনয়নী মন্দির। বর্তমান পুরোহিত তরুন মহারাজ নেহরুকে দেখেছেন.. তাঁর কথায় নেহরু নাকি সস্ত্রীক (কমলা দেবী) রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিয়েছিলেন।
এ তথ্যের সত্যতা বলতে পারবেন ঐতিহাসিকেরা। সেই আশ্রমে গড়ে উঠছে বৃদ্ধাশ্রম।
বারাসতে কয়েকজন শিক্ষিত মানুষকে জিজ্ঞেস করেছিলাম। না, কেউ ব্যানার্জী পরিবারের নাম শোনেন নি।
বিস্মৃত জাতি, আত্মঘাতী জাতি আমরা…ভুলে যাওয়ার বেশি আর কিই বা করতে পারি !!