ছেলেকে সঙ্গে নিয়ে ২৩ তলা থেকে ঝাঁপ প্রাক্তন প্লেবয় মডেলের !
নিউজ ডেস্কঃ
ম্যানহ্যাটেনের ২৫ তলা হোটেল গোথেমের ২৩ তলা থেকে ৭ বছরের ছেলেকে নিয়ে ঝাঁপ দিলেন প্রাক্তন প্লেবয় মডেল! শনিবার সকাল ৮ টা নাগাদ এই ঘটনাটি ঘটে।
সেই হোটেলের দোতলার বারান্দা থেকে উদ্ধার হয় মা ও ছেলের নিথর দেহ। পুলিস জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ছেলে কার কাছে থাকবে এই নিয়ে প্রাক্তন স্বামীর সঙ্গে গণ্ডগোল চলছিল স্টিফনি অ্যাডামসের। ৪৬ বছরের এই মডেলের বাড়িতে একাধিকবার ছেলেকে নেওয়ার জন্য পুলিশ পাঠিয়েছিল তার স্বামী।
অ্যাডামসের আইনজীবী রাউল ফিল্ডার জানিয়েছেন, সামনেই ইউরোপ ট্যুরে যাওয়ার করা ছিল তার। বয়ফ্রেন্ডের সঙ্গে ইউরোপে যাওয়ার কথা জানতে পারেন তার প্রাক্তন স্বামী চার্লস নিকোলাস। পেশায় কোরিওগ্রাফার চার্লসের সঙ্গে এই নিয়ে অ্যাডামের গণ্ডগোল চলছিল। মানসিক অশান্তির মধ্যে থাকলেও অ্যাডাম কখনো অবদাসাদের মধ্যে পড়েনি। এই ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে মানতে নারাজ অ্যাডামের আইনজীবী। তার দাবি হত্যা করা হয়েছে অ্যাডামকে।