প্রবল গতিতে নেমে আসছে লাভা’র ঝর্ণা !
কলকাতা টাইমসঃ
প্রবল গতিতে লাভার ঝর্ণা এসে মিশছে সমুদ্রে! ভয়াবহ রুপ নিয়েছে স্প্যানিশ দ্বীপ লা পালমার কামব্রে ভিজা আগ্নেয়গিরির অগ্নুৎপাত। উপকূলীয় শহর তাজাকোর্ট, সান বোরোন্ডন এবং এল কার্ডনের বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
কামব্রে ভিজা আগ্নেয়গিরির লাভার স্রোত সমুদ্রের জলে এসে মিশছে। যার ফলে বিষাক্ত গ্যাস আবহাওয়ার সঙ্গে মিশে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। গত সোমবার থেকে এই ঘটনা ঘটছে। প্রসঙ্গত, গত দু’মাস ধরে সেখানে অগ্ন্যুৎপাত হচ্ছে।