গোবরে ডুবে প্রাণ গেলো ৪ ভারতীয়র
কলকাতা টাইমসঃ
গোবরের ট্যাঙ্কে ডুবে মৃত্যু হলো ৪ জনের। এই চারজনই শিখ সম্প্রদায়ভুক্ত। ইতালির উত্তরাঞ্চলে পাভিয়ার কাছে একটি দুগ্ধ খামারে ঘটে এই দুর্ঘটনা। তদন্তে অনুমান, গোবর সার থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড গ্যাসের কারণেই তারা মারা যান।
একটি গোবর সারের ট্যাংক খালি করার সময় ঘটে এই দুর্ঘটনা। প্রথমে একজন ট্যাংকের ভেতর পড়ে যান। তাকে উদ্ধার করার জন্য বাকী তিনজন ট্যাংকে লাফিয়ে পড়লে, তাদেরও মৃত্যু হয়। নিহত চারজনের মধ্যে দুজন খামারের মালিক। বাকী দুজন কর্মচারি।
প্রেম সিং এবং তারসেম সিং নামের দুই ভাই ২০১৭ সালে এই খামারটি স্থাপন করেন। এটি মিলান থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে। ‘এরেনা পো’ নামের এই খামারটি ছিল পাভিয়া অঞ্চলের সবচেয়ে বড় গরুর খামার। দুর্ঘটনায় নিহত বাকী দুজন হচ্ছেন আরমিনদার সিং এবং মাজিনদার সিং।