১ মাস পরেও অন্ত্যেষ্টি হলোনা ভারতীয় সেনার হাতে মৃত ৩৪ জন চীনা সেনার !
কলকাতা টাইমসঃ
প্রায় এক মাস পরেও গালওয়ান সীমান্তে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে হত চীনা সেনাদের অন্ত্যেষ্টি পর্যন্ত করতে পারেননি তাদের পরিবার পরিজন। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেলো মার্কিন গোয়েন্দা রিপোর্টে। এমনকি মৃত সেনা সদস্যদের পরিবারের লোকেদের ওপর প্রবল চাপ তৈরী করা হয়েছে, যাতে তারা কোনো ভাবেই মুখ না খোলেন।
মার্কিন রিপোর্ট বলছে, গত ১৫ জুনের সংঘর্ষে অন্তত ৩৪ জন চীনা সেনার মৃত্যু হয়েছে। যদিও মৃত্যু’র খবর মেনে নিলেও আজও বেইজিংয়ের তরফে নিহতদের সঠিক সংখ্যা জানানো হয়নি। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সেদেশের সোশ্যাল মিডিয়ায় শি জিনপিং সরকারের সমালোচনাও শুরু হয়েছে। মৃতদের শেষকৃত্য হয়ে গিয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন চীনা জনগণ।
বিশেষত বিদেশে বসবাসকারী চীনা নাগরিকদের বক্তব্য, ‘‘কীভাবে শহীদদের সম্মান করতে হয়, তা ভারতকে দেখে শিখুক চীন।’’ সংঘর্ষের পরেই ভারতের তরফে ২০ জন সেনার মৃত্যুর খবর স্বীকার করে নেওয়া হয়।