পশ্চিমবঙ্গের ১ লক্ষ ২০ হাজার শিক্ষার্থীর ভবিষ্যত শেষ !
নিউজ ডেস্কঃ
ভয়ঙ্কর খবর, ইউজিসির নতুন নিয়মে পশ্চিমবঙ্গে বন্ধ হচ্ছে দূর-শিক্ষার সমস্ত রকম কোর্স। ফলে নতুন বছরে ভর্তির অপেক্ষায় থাকা প্রায় ১ লক্ষ ২০ হাজার শিক্ষার্থীর ভবিষ্যতে নেমে এলো ঘন কালো অন্ধকার।
ইউজিসির তরফ থেকে জানানো হচ্ছে, যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো এতদিন ডিস্টেন্স এডুকেশনের পাঠ দিতো তাদের মূল্যায়ন করা হতো না। কিন্তু এখন থেকে তেমনটা আর হবেনা। এই বছর থেকেই গোটা দেশ জুড়ে দূর-শিক্ষার পাঠ দেওয়া বিশ্ববিদ্যালয়গুলোকে মানতে হবে একটি নির্দিষ্ট মূল্যমান। ন্যাকের দেওয়া সেই নির্দিষ্ট মূল্যমান ৩.২৬, এই নির্দিষ্ট মূল্যমান বা তার বেশি থাকলে তবেই পোড়ানো যাবে ডিস্টেন্স এডুকেশনের পাঠ।
ঠিক এই জায়গাতেই হয়েছে বিপত্তি। পশ্চিমবঙ্গে একমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোনো বিশ্ববিদ্যালয়েরই এই মূল্যমান নেই। আর যাদবপুর বিশ্ববিদ্যালয় ডিস্টেন্স এডুকেশন করায় না। আর কিছুদিনের মধ্যেই গত বছরের ফলাফল প্রকাশ হওয়ার কথা। তার পরেই শুরু হয় নতুন বছরের এডমিশন। প্রায় ১ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থী এই রাজ্য থেকে এই দূর-শিক্ষার মাধ্যমেই পড়াশোনা করে থাকেন। তাঁরা পড়লেন অথৈ জলে।