ভুতের দেখা মিললো গুগল স্ট্রিট ভিউ ক্যামেরায়!
কলকাতা টাইমসঃ
যেখানে সেখানে ভূত দেখা ইন্টারনেটে এখন নিত্য-নৈমিত্তিক ব্যাপার। এই সব ভূত দর্শনের সত্যতা নিয়ে সংশয়ও বিপুল। বাজারে খুব সহজেই পাওয়া যায় ভূত দেখার বা প্ল্যানচেটের অ্যাপ, ঘরে ভূত আছে কিনা তা জানার অ্যাপ। কিন্তু যদি গুগল ম্যাপের মতো অ্যাপের দৌলতে ভেসে ওঠে ভৌতিক ছবি?
সম্প্রতি গুগল ম্যাপের স্ট্রিট ভিউ ক্যামেরায় ধরা পড়ল এমন এক অবয়ব, যাকে ভৌতিকই বলছেন বেশির ভাগ মানুষ। জানা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের মার্থা চ্যাপেল কবরখানায় দুই রহস্যময় অবয়বকে দেখা গেছে। এদের মধ্যে একটি কালো জোব্বা পরা অবয়ব ও দ্বিতীয়টি একটি বালিকার। তারা কবরখানার বিভিন্ন সমাধিফলক এবং গাছের আড়ালে লুকিয়ে বেড়াচ্ছে।
গুগল স্ট্রিট ভিউ ক্যামেরার সেই ভিডিও ইউটিউবে আপলোড হলে তা বিপুল সংখ্যক মানুষ দেখেন এবং একটা বড় অংশের দর্শক স্বীকার করেন যে, এই অবয়বগুলি ভৌতিক। বিশেষ করে গাছের পিছন থেকে উঁকি মারা বালিকার মুখটি অস্বাভাবিক রকমের ছাইবর্ণ।