হাসপাতালের ভূতুড়ে বিল
সাত মাস আগে প্রসব ব্যাথা ওঠায় পলা ফ্লোরিডার বোকা র্যাটন রিজিওনাল হাসপাতালে যান। তবে হাসপাতালে ঢোকার আগেই গাড়িতে তিনি কন্যাসন্তানের জন্ম দেন। এসময় তার স্বামী সন্তান প্রসবে সাহায্য করেন। অবশ্য একজন নার্স বিষয়টি জানতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেয়। যদিও বাকি কাজটুকু সেখানেই ঘটে।
অবশ্য প্রসবের কাজটি গাড়িতে ঘটলেও হাসপাতাল কর্তৃপক্ষ দীর্ঘ ৭ মাস পর তার নামে একটি বিল পাঠায়। যেখানে পলা ডি এমরকে প্রসবকালীন ব্যয় হিসেবে ৭ হাজার মার্কিন ডলার পরিশোধের জন্য বলা হয়। যা আসলে হাসপাতালের পুরো প্রসবের ফি।
বিস্মিত ও ক্ষুব্ধ পলা জানান, সেসময় হাসপাতালের সম্পূর্ণ ফি পরিশোধের জন্য তিনি প্রস্তুত থাকলেও সন্তান প্রসব তার আগেই হয়ে যায়। এরপরও হাসপাতাল কর্তৃপক্ষ বিলটি সমন্বয় করবেন বলেই তার ধারণা ছিল। তবে হাসপাতালের সব সুযোগ সুবিধা না দেওয়া সত্বেও কর্তৃপক্ষ সম্পূর্ণ ফি চেয়ে বসায় হতবাক তিনি। তাও আবার সন্তান প্রসবের ৭ মাস পর! তবে এই বিলের ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।